তারাবি-সাহরিতে পবিত্র রমজান মাস স্বাগত জানাল মুসলিম বিশ্ব

বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটিতে শনিবার রমজান মাস শুরুর ঘোষণা দেন।
আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান এবং তিউনিসিয়াও শনিবার থেকে রমজান শুরু ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা, অধিকৃত পশ্চিম তীরেও রমজান শুরু হয়েছে সৌদি আরবের সঙ্গে একই দিনে। লেবাননের সুন্নি মুসলমানরাও শনিবার রোজা শুরু করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মরক্কোসহ বেশ কয়েকটি দেশে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে রোববার থেকে রমজান মাস শুরু হয়েছে। আজ দেশগুলোতে রমজান মাসের প্রথম দিন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান মাসশুরু হয়েছে। মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
আরও পড়ুন
রমজান মাসের রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। রমজান মাসে পুরো ৩০ দিন দিনের বেলা পানাহার, ধূমপান, যৌনতা থেকে বিরত থাকেন মুসলমানরা। রমজানে তারা নেক আমল করেন এবং বেশি বেশি দান-সদকা করেন।
দক্ষিণ গাজার খান ইউনিসে রমজান মাস উদযাপনের জন্য ধ্বংস্তূপে চাপা পড়া ঘরবাড়ি সজ্জিত করছেন ফিলিস্তিনিরা।
জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ইস্তিকলালের গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।
মিশরের কায়রোতে আল-আজহার মসজিদে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।
টেলিস্কোপের সাহায্যে সিরিয়ার দামেস্কের মাউন্ট কাসিউনে রমজান মাসের শুরু নির্ধারণে চাঁদ দেখার চেষ্টা।
যুক্তরাজ্যের লন্ডন ইসলামিক কালচারাল সোসাইটি মসজিদে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।
কিরগিজ মুসলমানরা বিশকেকের আব্দুল করিম সাতুক বুঘরা খান মসজিদে তারাবি আদায় করছেন।
তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদের অভ্যন্তরে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।
শুক্রবার ইরাকের বাগদাদের আবু হানিফা মসজিদে তারাবি আদায়ের জন্য উপস্থিত হয়েছেন একজন ব্যক্তি।
ইন্দোনেসির জাকার্তায় পবিত্র রমজান মাস শুরুর আগে আগে স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে স্বজনদের করব জিয়ারত করছেন স্থানীয়রা।
ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরের বাইতুর রহমান মসজিদে তারাবি নামাজ আদায় করছে এক মেয়ে শিশু।
সৌদি আরবের সুদাইরে রমজানের চাঁদ অনুসন্ধানের মুহূর্ত।
বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভোরে রমজানের চাঁদের খবর নিশ্চিত হওয়ার পর কামান নিক্ষেপ করে উদযাপন।
রমজান উপলক্ষে আল আকসা প্রাঙ্গণে অবস্থিত ডোম অফ রক সাজিয়েছেন ফিলিস্তিনিরা।
কিরগিজস্তানের আবদুল করিম সাতুক বুঘরা খান মসজিদে তারাবি নামাজ আদায়ের দৃশ্য।
নেদারল্যান্ডসের রটারডামের মাওলানা মসজিদে দোয়া করছেন এক ব্যক্তি।
শুক্রবার রমজান শুরুর প্রস্তুতি হিসেবে পাকিস্তানের পেশোয়ারে ঐতিহাসিক সুনেহরি মসজিদ পরিষ্কারের দৃশ্য।
গাজা শহরে তারাবির নামাজে অংশ নিয়েছেন ফিলিস্তিনিরা।
ইন্দোনেশিয়ার জাকার্তার ইস্তিকলাল মসজিদে রমজানের প্রথম তারাবির আগে সেলফি তুলছেন দুই তরুণী।
রমজানের চাঁদের সন্ধান করছেন মালয়েশিয়ার ইসলামিক কর্তৃপক্ষের একজন নারী কর্মকর্তা।
গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের পাশে একসঙ্গে সাহরি খেতে বসেছেন ফিলিস্তিনিরা। রমজান উপলক্ষে ধ্বংস্তুপটি সজ্জিত করেছেন ফিলিস্তিনিরা।
সূত্র : আল জাজিরা, সিএনএন