রমজানের প্রথম দিন নির্ধারণে চাঁদ দেখা নিয়ে যে সিদ্ধান্ত সৌদির

২০২৫ সালের পবিত্র রমজান মাসের প্রথম দিন নির্ধারণে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় আকাশে অর্ধচন্দ্র দেখবে সৌদি আরব। এর মাধ্যমে জানা যাবে দেশটিতে পবিত্র রমজান মাস ১ মার্চ শুরু হবে নাকি ২ মার্চ।
ইসলামিক মাস শাবানের দিনগুলো যতই অতিবাহিত হচ্ছে, সৌদি আরব এবং বিশ্বের প্রায় প্রতিটি দেশের মুসলমানেরা পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে শুরু করছেন। অর্ধচন্দ্র রমজান শুরুর বিশেষ নিদর্শন বহন করে। ২০২৫ সাল ও ১৪৪৬ হিজরির রমজানের শুরুর দিন নির্ধারণে অর্ধচন্দ্র অনুসন্ধান করা হবে শুক্রবার সন্ধ্যায়।
আরও পড়ুন
২৮ ফেব্রুয়ারি মাগরিবের পর অর্ধচন্দ্র দেখা গেলে শনিবার ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আর দেখা না গেলে ২ মার্চ রোববার থেকে রমজান মাস শুরু হবে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) চাঁদ দেখে রমজান মাস শুরু করতে বলেছেন এবং চাঁদ দেখে রোজা ভাঙতে বলেছেন।
সৌদি আরবের চাঁদ পর্যবেক্ষণ ও হেলাল কমিটির ওপর চাঁদ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। রমজানের চাঁদ অনুসন্ধানে অংশগ্রহণ করতে সৌদি নাগরিকদেরও উৎসাহিত করা হচ্ছে।২৮ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে জ্যোতির্বিজ্ঞানী এবং স্থানীয় কর্তৃপক্ষ চাঁদের দৃশ্যমানতার জন্য উপযোগী অবস্থা পর্যবেক্ষণ করছেন।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন