২০২৪ সালে গাজার প্রায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৪ সালে হামলা চালিয়ে গাজার এই মসজিদগুলো ধ্বংস করেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর মুসলমানদের ৮১৫টি ইবাদতখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৫১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় বলছে, ২০২৪ সালে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় ১৯টি কবরস্থান এবং তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন
মন্ত্রণালয় গত বছর অধিকৃত পূর্ব জেরুজালেমের মূল পয়েন্ট আল-আকসা মসজিদ এলাকায় ২৫৬ জন বসতি স্থাপনকারীর অনুপ্রবেশের তথ্য জানিয়েছে।
২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারী পর্যন্ত সপ্তাহ ব্যাপী ইহুদিদের হানুক্কা উৎসবের ছুটি উদযাপন করতে অবৈধ বসতি স্থাপনকারীরা আল আকসা কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করেছে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৫, ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের বেশির ভাগই নারী ও পুরুষ।
গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।
সূত্র : আনাদোলু, মিডল ইস্ট মনিটর