আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন শুয়াইব আ.
শুয়াইব আলাইহিস সালাম ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক। তিনিও নবীদের রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী নিজের জাতিকে এক ও শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন। এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন।
আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন, আল্লাহ তায়ালা তোমাদেরকে সুখী, সমৃদ্ধ ও স্বচ্ছল রেখেছেন। তোমরা তাঁর এই অনুগ্রহের কথা ভুলে যেও না। তিনি তাদের কাছে নিজের শঙ্কার কথা প্রকাশ করে বললেন, তোমরা যদি শিরক ও অত্যাচার থেকে বিরত না থাকো, তাহলে তোমাদের এই ভালো ও স্বচ্ছলতা দূরাবস্থায় পরিবর্তিত হবে।
আরও পড়ুন
তিনি তাদেরকে পরস্পর লেনদেনের সময় ন্যায় পরায়ণতার সঙ্গে পুরোপুরি মাপ ও ওজন করার নির্দেশ দেন। তাদের মাঝে ডাকাতি, ছিনতাই, লুটতরাজ প্রভৃতি বদ অভ্যাস ছিল, তাই তিনি তাদের বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কাজ করতে নিষেধ করেন।
কিন্তু তারা শুয়াইব আ.-এর কথা শুনলো না, উল্টো তাঁর বিরোধিতা শুরু করলো। তারপর আল্লাহ তায়ালা তার চিরন্তন বিধান অনুসারে শুয়াইব আলাইহিস সালামকে এবং তার সঙ্গী-সাথী ঈমানদারগণকে সেই জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন এবং জিবরাঈল আলাইহিস সালামের এক ভয়ঙ্কর হাঁকে বাকিদের সবাইকে এক নিমেষে ধ্বংস করে দিলেন।
এ সময় শুয়াইব আ. আল্লাহ তায়ালার কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি হলো—
رَبَّنَا افۡتَحۡ بَیۡنَنَا وَ بَیۡنَ قَوۡمِنَا بِالۡحَقِّ وَ اَنۡتَ خَیۡرُ الۡفٰتِحِیۡنَ
উচ্চারণ : রাব্বানাফ-তাহবাইনানা ওয়া-বাইনা ক্বাওমিনা বিল হাক্ব, ওয়া-আংতা খাইরুল ফাতিহীন।
হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। (সূরা আরাফ, আয়াত : ৮৯)