নেয়ামত বৃদ্ধির দোয়া
পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে ছিড়িয়ে আছে আল্লাহ তায়ালার অসংখ্য অগণিত নেয়ামত। এতো এতো নেয়ামত ছড়িয়ে-ছিটিয়ে আছে তার কোনো শেষ নেই। মানুষের পক্ষে কখনো এই নেয়ামত গুণে শেষ করা সম্ভব নয়।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। (সূরা নাহল, আয়াত : ১৮)
আরও পড়ুন
অর্থাৎ, আল্লাহর যত নেয়ামত রয়েছে, সেগুলো গুনে শেষ করা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই নেয়ামতের সমপরিমাণ শুকরিয়া জ্ঞাপন করাও মানুষের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহই মানুষের ভরসা। মহান আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
সৃষ্টিজগতের ওপর আল্লাহ তাআলার নেয়ামত এত বেশি যে দুনিয়ার সব মানুষ সমবেতভাবে সেগুলো গুনতে চাইলে তা গুনে শেষ করতে পারবে না। মানুষের নিজের অস্তিত্বই একটি বিশাল জগৎ। চোখ, কান, নাক, হাত, পা ও দেহের প্রতিটি গ্রন্থি ও শিরা-উপশিরায় আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত রয়েছে। সূক্ষ্মতম ও বিস্ময়কর হাজারো যন্ত্রপাতি দিয়ে সজ্জিত প্রতিটি মানবদেহ।
এই নেয়ামত গুণে শেষ করা যাবে না। তবে নেয়ামতের শুকরিয়া আদায় ও যথাযথ মূল্যায়ন করলে আল্লাহ তায়ালা তা বৃদ্ধি করে দেন। একইসঙ্গে দোয়ার মাধ্যমে নেয়ামত বৃদ্ধি পাওয়া সম্ভব। নেয়ামত বৃদ্ধির জন্য হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়া যেতে পারে—
اَللّٰهُمَّ زِدْنَا وَ لَا تَنْقُصْنَا وَ اَكْرِمْنَا وَ لَا تُهِنَّا وَ اَعْطِنَا وَ لَا تَحْرِمْنَا وَ اٰثِرْنَا وَ لَا تُؤْثِرْ عَلَيْنَا وَ اَرْضِنَا وَ ارْضَ عَنَّا
উচ্চারণ : আল্লাহুম্মা ঝিদনা ওয়া-লা তানকুছনা, ওয়া-আকরিম-না, ওয়ালা-তুহিন্না, ওয়া-ত্বিনা- ওয়ালা-তাহরিমনা, ওয়া-ছিরনা ওয়ালা তু-ছির আলাইনা, ওয়া-আরদ্বিনা, ওয়ারদ্বি আন্না।
অর্থ : হে আল্লাহ! তুমি আমাদের জন্য (কল্যাণ ও মঙ্গল) বৃদ্ধি করে দাও, কমিয়ে দিওনা, আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে (কল্যাণের ক্ষেত্রে) অন্যদের উপর প্রাধান্য দাও, আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দিওনা, আমাদেরকে তুমি সন্তুষ্ট করো এবং আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হও।
(মুসতাদরাকে হাকেম, হাদীস: ১৯৬১)