দোয়ার সময় পড়ার মতো আল্লাহর প্রশংসামূলক কিছু বাক্য
মানুষের প্রয়োজনের শেষ নেই। পৃথিবীর জীবন এভাবেই সাজিয়েছেন আল্লাহ তায়ালা। এক প্রয়োজন শেষ হওয়ার আগেই অন্য প্রয়োজন এসে উপস্থিত। অফুরন্ত চাওয়া-পাওয়ার সব পূরণ হয় না। অনেক সময় চেষ্টা করেও প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য চাওয়া উচিত। তার ভান্ডার থেকে নেওয়ার চেষ্টা করা উচিত।
কোরআন ও হাদিসে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তায়ালা দান করলে বান্দার আর কোনো অভাব থাকে না। বিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ -(সূরা গাফির, আয়াত, ৬০)
আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। (সূরা বাকারা, আয়াত : ১৮৬)
বান্দার প্রতি আল্লাহ তায়ালা সব সময় তার রহমত ও অনুগ্রহের দরজা খুলে রাখেন। বান্দা তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে অসন্তুষ্ট হন।
দোয়া করা ও কবুলের কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দোয়ার শুরুতে আল্লাহ তায়ালা ও রাসূল সা.-এর প্রশংসামূলক বাক্য পাঠ করা। দোয়ার শুরুতে পাঠ করা যায় কোরআন ও হাদিসে বর্ণিত এমন কিছু বাক্য এখানে তুলে ধরা হলো—
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِه وَصَحْبِه اَجْمَعِيْنَ
উচ্চারণ : আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। ওয়াস-সালাতু ওয়াস-সালামু- আলা নাবিইয়্যিনা মুহাম্মাদিও-ওয়াআলা-আলিহি ওয়া-সাহবিহি আজমাঈন।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক এবং রহমত ও শান্তি বর্ষিত হোক রাসূলগণের সর্দারের উপর এবং তাঁর পরিবারবর্গ ও সকল সাথীগণের উপর।
আরও পড়ুন
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াবি-হামদিহি-সুবহাল্লাহিল-আজিম।
অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি।
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আ-তিনা ফিদদুনইয়া হাসনাতাও ওয়াফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আজাবান নার।
অর্থ : আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন, আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা-২০১)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
উচ্চারণ : রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
অর্থ : আমাদের প্রভু, আমাদের কাছ থেকে (এই সেবা) গ্রহণ করুন, কেননা আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত : ১২৭)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ : রাব্বানা অজ-আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়াআরনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুরাহিম।
অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন, যারা আপনার অনুগত এবং আমাদের আচার-অনুষ্ঠান দেখান এবং আপনার কাছে তওবা করান। (সূরা বাকারা, আয়াত : ১২৮)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সবরও অছাব্বিত আকদামানা ওয়ানছুরনা আলাল-কওমিল-কা-ফিরিন।
অর্থ : আমাদের প্রভু, আমাদের ধৈর্য দান করুন, আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সূরা বাকারা, আয়াত : ২৫০)