আল্লাহর প্রশংসামূলক বিশেষ কিছু বাক্য
জিকির ও দোয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তায়ালার নিকবর্তী হয়ে থাকেন। আল্লাহ তায়ালা তার কাছে দোয়া করা ব্যক্তিকে ভালোবাসেন এবং তিনি সবসময় চান মানুষ যেন কাছে প্রার্থনা করে। কেউ কারো কাছে চাইলে বিরক্ত হওয়া স্বাভাবিক। তবে আল্লাহ তায়ালার ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তার কাছে কেউ চাইলে তিনি খুশি হন এবং না চাইলেই উল্টো তিনি বান্দার ওপর নারাজ হন।
অন্যের কাছে না চেয়ে আল্লাহর কাছে দোয়া করা বান্দার অন্তর সব সময় পরিতৃপ্ত ও প্রশান্ত থাকে। দোয়াকারীর মতো জিকিরকারীর অন্তরও প্রশান্তিতে পূর্ণ থাকে বলে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন,
اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُهُمۡ بِذِكۡرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ
‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্বরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখ আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সূরা রাদ, আয়াত : ২৮)
আল্লাহ তায়ালা আরও বলেন, হে মুমিনরা! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা কর। (সূরা আহজাব, আয়াত : ৪১-৪২)।
আরও পড়ুন
এখানে আল্লাহর প্রশংসামূলক বিশেষ কিছু জিকিরের বাক্য তুলে ধরা হলো—
سُبْحَانَ اللَّهِ
উচ্চারণ : সুব‘হা-নাল্লা-হ।
অর্থ: আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী।
অর্থ : আল্লাহর পবিত্রতা ও প্রশংসা (বা প্রশংসাময় পবিত্রতা) ঘোষণা করছি।
سُبْحَانَ اللَّه الْعَظِيم
উচ্চারণ : সুবাহা-নাল্লা-হিল আযীম।
অর্থ : মহামহিম আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।
سُبْحَانَ اللَّه الْعَظِيم وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবাহা-নাল্লা-হিল আযীম ওয়া বি‘হামদিহী।
অর্থ : মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি।
سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلائِكَةِ وَالرُّوحِ
উচ্চারণ : সুব্বু’হুন ক্বুদ্দুসুন রাব্বুল মালা-ইকাতি ওয়াররূ‘হ।
অর্থ : মহাপবিত্র, মহামহিম, ফিরিশতাগণের এবং পবিত্রাত্মার প্রভু।
الْحَمْدُ لِلَّهِ
উচ্চারণ : আলহামদু লিল্লাহ।
অর্থ : প্রশংসা আল্লাহর জন্য।
اللهُ أكبر
উচ্চারণ : আল্লাহু আকবার।
অর্থ : আল্লাহ সর্বশ্রেষ্ঠ।