‘ইসলামী জিজ্ঞাসা’ অনুষ্ঠান শুরু করবে ইফা, উত্তর দেবেন মুফতিরা
ইসলাম বিষয়ে মানুষের জিজ্ঞাসা ও জানার আগ্রহ পূরণে মাসয়ালা-মাসায়েল বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘ইসলামী জিজ্ঞাসা’ শুরু করবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। দেশের বিদগ্ধ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও বায়তুল মোকাররমের ইমামরা এতে জনসাধারণের ইসলামী বিধি-বিধান সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন।
গত ০৬ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান চালুর ঘোষণা দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ মুসল্লিদের প্রশ্ন চাওয়া হয়েছে।
যেকোনো ইসলামী বিষয়ে এখানে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রশ্নকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রশ্নটি ইসলামিক ফাউন্ডেশনের ইমেইল ঠিকানায় ([email protected]) মেইল করতে বলা হয়েছে।
মো. বজলুর রশীদ বলেন, চলতি মাসেই (নভেম্বর ২০২৪) ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রথমে ইসলামী ফাউন্ডেশনে নিয়োগপ্রাপ্ত আলেমগণ যেমন মুফতি, মুহাদ্দিস ও মুফাসসির এবং বায়তুল মোকাররমের ইমামদের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব।
কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ক্রমান্বয়ে তাতে দেশের বিদগ্ধ আলেম ও মুফতিদের সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। মুসল্লিদের পাঠানো প্রশ্নের রেকর্ড উত্তর ইসলামিক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রচার করা হবে।
তিনি আশা করেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় সেবার পরিধি বাড়বে এবং সাধারণ মুসল্লিরা ব্যাপকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবে।