মহানবী (সা.) এর জীবন নিতে গিয়ে যেভাবে মুসলমান হলেন সুরাকা রা.
আল্লাহ তায়ালার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেন হিজরত করতে না পারেন তাই পথে পথে বাধা সৃষ্টি করেছিল মক্কার কুরাইশ নেতারা। সব চেষ্টায় বিফল হয়ে শেষে তারা মুহাম্মদ সা.- এর বিনিময়ে মক্কাবাসীর জন্য পুরস্কার ঘোষণা করে। জীবিত বা মৃত মুহাম্মদ সা.-কে ধরে দিতে পারলে ১০০ উন্নত জাতের উট পুরস্কার ঘোষণা করা হলো।
পুরস্কারের লোভে অনেকেই মুহাম্মদ সা.-এর খোঁজে বের হলো। সুরাকা ইবনে মালিক নামের মক্কার এক যুবক বের হলেন নবী মুহাম্মদের খোঁজে।
খুঁজতে খুঁজতে তিনি আল্লাহর রাসূল সা.-কে এক জায়গায় পেয়ে গেলেন। তার পুরস্কার প্রাপ্তিতে তখন আর কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ এখানেও প্রিয় হাবীব সা.-কে সাহায্য করলেন।
রাসূল সা.-কে দেখার পর সুরাকা সামনে অগ্রসর হলেন। কিন্তু হঠাৎ তাঁর ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। তিনি ঘোড়াসহ উঠে আবার সামনে যাওয়ার চেষ্টা করলেন। তাঁকে দেখে আবু বকর রা. আতঙ্কিত হয়ে পড়লেন। কিন্তু আল্লাহর রাসূল সেদিকে কোনো গুরুত্ব দিলেন না।
আরও পড়ুন
সুরাকা আবারো সামনে অগ্রসরের চেষ্টার পর এবার তাঁর ঘোড়ার পা মাটিতে দেবে গেল। অনেক চেষ্টা করেও ঘোড়াকে উঠানো গেল। তিনি আল্লাহর রাসূলের কাছে সাহায্য চাইলেন। রাসূল সা.-কে বললেনে, প্রয়োজনে আপনি আমার খাবার-পানীয়, অস্ত্রশস্ত্র সব নিয়ে নিন, আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন। মুক্তি পেলে আমি আপনার পেছনে আসা লোকেদের অন্য পথে হটিয়ে দেবো।
রাসূল সা. তাঁকে বললেন, তোমার আসবাবপত্রের কোনো দরকার নেই আমাদের। তুমি শুধু আমাদের পিছু ধাওয়া করা লোকদের অন্য পথে ঘুরিয়ে দেবে।
রাসূল সা. তাঁর জন্য দোয়া করলেন। তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি রাসলূ সা.-কে বললেন, হে মুহাম্মাদ, আমি নিশ্চিতভাবে জানি আপনি মানুষকে যে দ্বীনের আহ্বান করছেন তা একদিন বিজয়ী হবে। আমাকে আপনি প্রতিশ্রুতি দিন, আমি যখন আপনার সাম্রাজ্যে যাবো আপনি আমাকে সম্মান দেবেন। রাসূল সা. এর কাছে এই প্রতিশ্রুতি লিখিত চাইলেন তিনি । রাসূল সা. তাঁকে লিখে দিলেন।
সুরাকা সেখান থেকে ফিরে সামনে অগ্রসর হয়ে দেখলেন কিছু লোক মুহাম্মদ সা.-এর খোঁজে বের হয়েছে। তিনি তাদের বিভ্রান্ত করার জন্য বললেন, আমি এইপথে অনেক দূর পর্যন্ত গেছি কিন্তু মুহাম্মদকে দেখতে পাইনি, তোমরা অন্য পথে যাও। মুহাম্মদ সা. মদিনায় নিশ্চিন্তে পৌঁছেছেন এমন ধারণা হওয়ার পর তিনি ঘটনাটি সবাইকে খুলে বললেন। সুযোগ পেয়েও রাসূল সা.-কে আটক না করায় আবু জাহেল সুরাকাকে তিরস্কার করলো।
মক্কা বিজয়ের দিন সুরাকা সেই অঙ্গীকার পত্র নিয়ে রাসূল সা.-এর কাছে এলেন। রাসূল সা. তাঁকে বললেন, তুমি নিরাপদ, আজ প্রতিশ্রুতি পূরণ ও সদ্ব্যবহারের দিন। এরপর ১০০ উটের বিনিময়ে রাসূল সা.-কে হত্যার সিদ্ধান্ত নেওয়া সুরাকা তাঁর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। নিজের নাম লিখলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে ।
(আসহাবে রাসূলের জীবন কথা, ১/১৯৭)