সূরা মাউনের বাংলা উচ্চারণ ও অর্থ
সূরা মাউন কোরআনের ৩০ তম পারার ১০৭ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা সাত। সূরাটি মক্কায় অবতীর্ণ।
সূরা মাউন
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ ١ فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ ٢ وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ ٣ فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ ٤ الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ ٥ الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ ٦ وَیَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ٪ ٧
সূরা মাউনের বাংলা উচ্চারণ
১. আরা-আইতাল্লাযী ইউ-কাযযিবু-বিদ্দীন।
২. ফাযা-লিকাল্লাযী ইয়া-দু‘উল ইয়াতীম।
৩. ওয়ালা-ইয়া-হুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
৪. ফাওয়াইঁ-লুলিলল মুসাল্লীন।
৫.আল্লাযীনা-হুম আন সালা-তিহিমি ছা-হূন।
৬. আল্লাযীনা হুম ইউরাঊন।
৭. ওয়া ইয়াম-না‘ঊনাল মা-‘ঊন।
আরও পড়ুন
সূরা মাউনের বাংলা অর্থ
তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে অস্বীকার করে? সে তো সে-ই, যে ইয়াতীমকে ধাক্কা দেয়। এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের, যারা তাদের নামাজে গাফলতি করে। যারা মানুষকে দেখায়। এবং অন্যকে মামুলী বস্তু দিতেও অস্বীকার করে। (সূরা মাউন, আয়াত : ১-৭)