আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেলেন ড. আ ফ ম খালিদ হোসেন
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারে ১৭ জন সদস্য রাখা হয়েছে। এতে আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে আরও যারা জায়গা পেয়েছেন তারা হলেন— সালেহ উদ্দিন আহমেদ ,ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.), এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদে কতজনকে রাখা হবে এবং কারা কারা এই পদে থাকবেন এ নিয়ে জল্পনা শুরু হয়েছিল গত কয়েকদিন ধরেই। জল্পনার মাঝেই বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান—
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পাবেন সমাজের প্রায় অনেক শ্রেণি-পেশার মানুষ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।
এনটি/এমআইকে/