রাসূল সা.-এর সহধর্মীনী ছিলেন যারা
রাসূল সা.-এর ১১জন সহধর্মীনী ছিলেন। তাঁদের মাঝে হজরত খাদিজা রা. ও জয়নব বিনতে খুযায়মা রা. রাসূল সা.-এর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। বাকি নয়জন রাসূল সা.-এর ওফাতের সময় জীবিত ছিলেন।
রাসূল সা. ওফাতের সময় জীবিত সহধর্মীনীরা হলেন— হজরত সওদা, আয়েশা, হাফসাহ, উম্মে সালামাহ, যয়নব বিনতে জাহশ, জুওয়াইরিয়াহ, উম্মে হাবীবাহ, সাফিইয়াহ ও মায়মূনা বিনতে হারেস রা.।
এছাড়াও আরও দুজন নারীর সঙ্গে বিয়ে হয়েছিল রাসূল সা.-এর। তবে সহবাসের আগেই তারা পরিত্যক্ত হন। প্রথমজন আসমা বিনতে নুমান আল-কিনদিয়াহ। যিনি ‘জাউনিয়াহ’। তাকে কিছু অর্থ-সম্পদ দিয়ে বিদায় করা হয়। দ্বিতীয়জন আমরাহ বিনতে ইয়াযীদ আল-কিলাবিয়াহ।
এছাড়াও রাসূল সা.-এর দুজন দাসী ছিলেন। একজন খ্রিষ্টান কন্যা মারিয়া কিবতিয়াহ। যাকে মিসররাজ মুকাউকিস হাদিয়া দিয়েছিলেন। অন্যজন ইহূদী কন্যা রায়হানা বিনতে যায়েদ আল-কুরাযিয়াহ। তিনি বনু কুরায়যার যুদ্ধে বন্দী হন।
আরও পড়ুন
রাসূল সা.-এর সহধর্মীনীদের মধ্যে কুরায়শী ছিলেন ৬ জন। তারা ছিলেন বিভিন্ন কুরায়েশ গোত্রের। যেমন খাদীজা বিনতে খুওয়াইলিদ আল-আসাদী, আয়েশা বিনতে আবু বকর আত-তামীমী, হাফসাহ বিনতে ওমর আল-আদাভী, উম্মে হাবীবাহ রামলাহ বিনতে আবু সুফিয়ান আল-উমুভী, উম্মু সালামাহ বিনতে আবু উমাইয়া মাখযূমী ও সাওদা বিনতে যামআহ আল-আমেরী (রাযিয়াল্লাহু আনহুন্না)।
স্ত্রীদের মধ্যে একমাত্র ইহূদী কন্যা ছিলেন সাফিইয়াহ বিনতে হুয়াই বিন আখতাব। ইহূদী ও খ্রিষ্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন। (বুখারি, হাদিস : ৫২৫৪-৫৫; ইবনু হিশাম ২/৬৪৭)