টিভিতে আজান শুনলে যেভাবে উত্তর দেবেন
আজান শোনা ও আজানের উত্তর দেওয়া সুন্নত। শ্রবণকারীরা আজানের উত্তর মৌখিকভাবে দিতে হয়। এ প্রসঙ্গে রাসুল (সা.) হাদিসে বলেন, ‘যখন তোমরা আজান শুনবে, তখন জবাবে মুয়াজ্জিনের মতো তোমরাও তা বলবে। ’ (বুখারি, হাদিস: ৬১১)
বাংলাদেশে প্রায় প্রতিটি রেডিও-টেলিভিশনে আজান সম্প্রচার হয়। সাধারণত মুয়াজ্জিনের আজান রেডিও কিংবা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলে, তার জবাব দেওয়াও সুন্নত। রেকর্ডিংয়ের হলে জবাব দেওয়া সুন্নত নয়। (বাদায়েউস সানায়ে : ১/৬৪৬; আপকে মাসায়েল আওর উনকা হল : ১/১৭০)
আজানের পর দোয়া
আজানের পর দরুদ শরিফ পাঠ সুন্নত। এছা্ড়াও যেকোনো দোয়া পড়া সুন্নত। আজানের পর দোয়া পড়ার ব্যাপারে বহু হাদিসে ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী (সা.) বলেন,
আজানের পর যে ব্যক্তি ‘আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ...’ এ দোয়াটি পাঠ করবে, তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত।’
(বুখারি, হাদিস : ৬১৪)
হাত তুলে মোনাজাত
আজানের পর দরুদ শরিফ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। পাশাপাশি একটি বিশেষ দোয়ার কথাও উল্লেখ রয়েছে। তবে আজানের পর হাত তুলে দোয়া করা বা পড়া কিংবা মোনাজাত করার কথা হাদিসে উল্লেখ নেই। (ফয়জুল বারি : ২/১৬৭, ফাতাওয়া মাহমুদিয়া : ১৬/২০৮)