রসুলপুরের পীর আব্দুল মতিন নেসারীর ইন্তেকাল
বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীনের প্রধান রসুলপুর বাইতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও রসুলপুরের পীর হাফেজ মাওলানা শাহ্ আব্দুল মতিন নেছারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীনের কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য মুফতি জাকারিয়া মাসউদ।
মুফতি জাকারিয়া মাসউদ জানান, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন নাটোরের সিংড়া পৌর শাখার উদ্যোগে ৮৫ ঘণ্টাব্যাপী তালিমী জালসা ও লেছানী এতেকাফ গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে সিংড়া কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। শনিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি। রাতে নাটোর শহরের একটি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এসময় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
তিনি রাজবাড়ি জেলার রসুলপুর এলাকার বাসিন্দা। রাতেই তার লাশ নাটোর থেকে রসুলপুর নিয়ে যাওয়া হয়।
তার কফিন বহনকারী গাড়িতে থাকা নাটোরের মুরিদ হাসিনুর রহমান হাসু জানান, আজ বিকেল ৩টায় রসুলপুরে তার প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে ভক্ত, মুরিদসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গোলাম রাব্বানী/এনটি