আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন আসহাবে কাহাফ
ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তায়ালাকে ভুলে মূর্তি পূজা করতো। সেই অঞ্চলেল সম্ভ্রান্ত সাত যুবক মূর্তি পূজা থেকে নিজেদের দূরে থাকতো। মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার ব্যাপারটি তাদের বিবেকে নাড়া দিতো। তারা সবাই লোকালয় থেকে লুকিয়ে নির্জনে আল্লাহ তায়ালার ইবাদত করতেন।
এদিকে আল্লাহর প্রতি তাদের ঈমান আনার কথা জানতে পারলো সে যুগের খোদাদ্রোহী শাসক। সে তাদের আবারও মূর্তি পূজার আহ্বান জানালো এবং ইসলাম থেকে সরে আসতে বললো। কিন্তু সেই যুবকেরা আসমানী ধর্মের ওপর অটল থাকার সিদ্ধান্ত নিলো। বাদশা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলো।
শাস্তির কথা জানতে পেরে সেই সাত যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য শেষ পর্যন্ত গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা আল্লাহর কাছে দোয়া করেছিলে। কোরআনে আল্লাহ তায়ালা তাদের ঘটনা ও দোয়াটি তুলে ধরেছেন। আসহাবে কাহাফের এই দোয়াতে রয়েছে মজলুম মুমিনদের জন্য পথ নির্দেশ।
পবিত্র কোরআনে আসহাবে কাহাফের দোয়াটি হলো-
আরবি :
رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا
উচ্চারণ : রব্বানা আতিনা মিনলাদুনকা রহমাহ, ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা
অর্থ : হে আমাদের রব! আমাদেরকে আপনার বিশেষ রহমত দিয়ে ধন্য করুন, আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থা করুন। (সূরা কাহাফ, (১৮), আয়াত, ১০)
এনটি