তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে রমজানে পাথওয়ের কোরআন তেলাওয়াত উৎসব
আসন্ন পবিত্র রমজান মাসে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থী এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অলাভজনক ও দাতব্য সংস্থা পাথওয়ের দুইটি ইভেন্ট নিয়ে আয়োজিত এ কার্যক্রমের নামকরণ করা হয়েছে কোরআন উৎসব-২০২৩।
কোরআন উৎসবে অংশগ্রহণের জন্য আবেদনের আজই শেষ দিন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে। যা চলবে আজ ১৫ মার্চ পর্যন্ত। এ সময়সীমার মধ্যে আগ্রহীরা পাথওয়ের নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে পারেন https://forms.gle/uhp2Je9wo1Ge7AgN6 অথবা সরাসরি পাথওয়ের প্রধান কার্যালয়ের বাড়ি নং-২, রোড নং-৬, সেনপাড়া, কাফরুল, ঢাকা এ ঠিকানায়। অথবা +৮৮ ০১৩২১ ২৩২৯৮২ উক্ত নম্বরে যোগাযোগ করুন।
বাংলাদেশি যেকোনো শিক্ষার্থী যাদের আমপারাসহ ১০ পারা কোরআন মুখস্থ আছে এবং তৃতীয় লিঙ্গের যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন, তারা নির্ধারিত সময়ে আবেদন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
কোরআন উৎসব অনুষ্ঠানের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, সম্মাননা স্বারক ও সার্টিফিকেট। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াতে উৎসাহিত করতেই এ আয়োজন।
কোরআন উৎসব-২০২৩, প্রতিযোগিতা পরিচালিত হবে মিরপুর সেনপাড়া পর্বতস্থ পাথওয়ের হলরুমে।
এ উৎসবে তৃতীয় লিঙ্গের প্রতিযোগীরা নির্দিষ্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করতে উপরোক্ত নিয়মাবলী অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেইউ/এফকে