হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রথম হিজাবধারী মুসলিম
হোয়াইট হাউসে ইতিহাস তৈরি করেছেন কাশ্মীরিকন্য সামিরা ফাজিলি। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম উম্মিদডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানা গেছে।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিরা।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)-এর প্রধান নিহাদ আওয়াদ টুইটারে লিখেছেন, ‘একটি গর্বিত মুহূর্ত। সামিরা ফাজিলি, হোয়াইট হাউসে প্রেস ব্রিফকারী প্রথম আমেরিকান মুসলিম নারী। তিনি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপ-পরিচালক। আমি আশা করি, ফরাসি সরকার গণতন্ত্র ও বৈচিত্র্যকে সম্মান করার ক্ষেত্রে একটি শিক্ষা পাবে।
— Nihad Awad (@NihadAwad) February 24, 2021
আমেরিকার উইসকনসিন মুসলিম সিভিক অ্যালায়েন্স তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘গতকাল হোয়াইট হাউসে ইতিহাস তৈরি হয়েছিল! সামিরা ফাজিলি নির্বাহী ব্র্যান্ডের প্রথম সদস্য যিনি প্রশাসনের পক্ষে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউস প্রেস কর্পসকে সম্বোধন করে বক্তব্য রেখেছেন। ওই সময়টাতে তিনি গর্বের সঙ্গে হিজাব পরেছিলেন।
— Wisconsin Muslim Civic Alliance (@WisMuslimVoters) February 26, 2021
কাশ্মীরীকন্যা সামিরা হোয়াইট হাউসে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর উপ-পরিচালক হিসেবে কাজ করছেন। করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবন বিষয়ক দিকনির্দেশনা দেবে এনইসি।
এর আগে সামিরা ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। এছাড়াও বারাক ওবামার সময়কালে হোয়াইট হাউসের আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় এনইসি ও ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর পদেও কাজ করেছেন ফাজিলি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারির দাপ্তরিক নীতিনির্ধারক দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
ফাজিলি ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ। তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। তিন সন্তানের জননী ফাজিলি এখন সময় বসবাস করেন জর্জিয়াতে। পড়াশোনা করেছেন ইয়েল ল’স্কুলে। স্নাতক সম্পন্ন করেছেন হার্ভার্ড কলেজ থেকে। পরবর্তীতে ইয়েল ল’স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।