দুবাই এক্সপোতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে অনুষ্ঠিত এক্সপোতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এক্সপোতে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি খান মুহাম্মদ রেজা-উন-নবী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সচিব নাজনীন ওয়ারেস।
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনাত জাহানের পরিচালনায় সেমিনারে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে তথ্য উপস্থাপন করেন পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ড. রুহুল আমিন খান ও ড. শাহাদত হোসেন। উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
বক্তারা বলেন, বাংলাদেশে আরও অনেক গামা ইরাডিয়েটর স্থাপন করা প্রয়োজন। ভবিষ্যতে গামা প্রযুক্তির মাধ্যমে জীবাণুমুক্তকরণ একটি নতুন ধারা সৃষ্টি করবে।
এ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে প্রতি বছর ১৫০ থেকে ১৮০ টন মসলা জাতীয় পণ্য ও ২০ থেকে ২৫ টন পশু-পাখির খাদ্য বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশ থেকে যে পরিমাণ জীবাণুমুক্ত খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি করা হয় তার পণ্যমূল্য কয়েকশ কোটি টাকা।
এইচকে