আমিরাতে একদিনে করোনা শনাক্ত ২৫১১
সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯২ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৭৯৫ জন, মারা গেছেন তিন জন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ২ হাজার ১৭৭ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৪ হাজার ৬৮৮ জন।
এদিকে আবুধাবিতে সরকারি কর্মচারীদের অবশ্যই টিকা নিতে বলা হচ্ছে এবং সোমবার থেকে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য করোনাভাইরাসের বুস্টার ডোজ নেওয়ার সনদ দেখাতে হচ্ছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।
আইএসএইচ