দক্ষিণ আফ্রিকার সংসদে আগুনের ঘটনায় আটক ১
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসা ও মন্ত্রী পরিষদ। রামাফোসা এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনকে দ্রুত দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) সকাল ৬টায় কেপ টাউনে পার্লামেন্টে আগুনে পুরাতন অ্যাসেম্বলি বিল্ডিংয়ের তৃতীয় তলা পুড়ে গেছে। ওই ভবনের ছাদ ধসে পড়েছে।
সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গণপূর্ত ও অবকাঠামো মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি বলেন, আগুন এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের বিষয়ে আরও তদন্তের দায়িত্ব বিশেষ গোয়েন্দা সংস্থা হকসকে দেওয়া হয়েছে।
ডি লিল আরও বলেন, সোমবার আরেকটি ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ পরিস্থিতি সম্পর্কে আপডেট দেওয়া হতে পারে। ঘটনাস্থলে এখনও কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন।
সিটি অব কেপ টাউনের ফায়ার সার্ভিস বলছে, সংসদীয় প্রিন্সেন্টের অভ্যন্তরে ন্যাশনাল অ্যাসেম্বলির অভ্যন্তরের ছাদটিও ধসে পড়েছে। কিন্তু মূল ভবনের ছাদ এখনও অক্ষত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
এসএসএইচ