আমিরাতে এক দিনে করোনায় আক্রান্ত ২৪২৬ জন
সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৩৫ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪২৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৮৭৫ জন, মারা গেছেন দুই জন। গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬৬ জন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯৩৭ জন, মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৬৪ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪৫ হাজার ৫৫ জন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।
এসকেডি