বিজয়ের ৫০ বছরে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আনন্দ আয়োজন
‘এসো মিলি সবাই বিজয়ের উল্লাসে’— স্লোগান সামনে রেখে পর্তুগালে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও আনন্দ আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। রোববার (২৬ ডিসেম্বর) পর্তুগালের রাজধানীর লিসবনে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে এ আয়োজন করা হয়।
প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মধ্যে বাংলাদেশকে তুলে ধরতে উপস্থিত অতিথি রানা তাসলিম উদ্দিন, জহিরুল ইসলাম জসিম, আবুল কালাম আজাদ, কাজী আনিস মাহমুদ, মোহাম্মদ আক্তারুজ্জামান, রনি হোসাইন, রাজিব আল মামুন, তানভীর আলমসহ বিভিন্ন ব্যক্তিরা কেক কেটে শিশুদের অভিবাদন জানান। শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে সবার সাথে হাত উচিয়ে স্লোগান দেয় ‘আমার দেশ বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ’।
সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ফরিদ আহম্মেদ পাটোয়ারী, জহিরুল ইসলাম মুন, এফ.আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, দফতর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর আহমেদ এবং হাসান কোরাইশী প্রমুখ।
সংস্কৃতিক আয়োজনে প্রবাসী বাংলাদেশি নৃত্য শিল্পী দেশাত্মবোধক গানের সঙ্গে মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। একই সঙ্গে প্রবাসী সঙ্গীতশিল্পী এফ আই রনি, সঙ্গীতা খান এবং বিথী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তারা বিজয়ের উল্লাসে দেশাত্মবোধক জনপ্রিয় গানে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত কাজী আনিস মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, প্রবাসে দেশের একটি গৌরবের এ সময়টিকে আমরা এত অনাড়ম্বরভাবে উদযাপন করতে পারব তা কখনও চিন্তা করিনি। অনুষ্ঠানের সার্বিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে এ পরবাসে এটি একটি বিরল দেশীয় উদযাপন এবং একই সাথে দেশীয় পিঠা, পায়েস ও খাবারের আপ্যায়ন।
এসএসএইচ