দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় আমের সেন্টার
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা হায়াত রিজেন্সী হোটেলের পাশে গোল্ড সুক মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশি যৌথ মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) ফিতা কেটে উদ্বোধন করেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই সরকারের ড. আহমেদ আল নুসেইরাত। বাংলাদেশি মালিকানায় এমন প্রতিষ্ঠানের যাত্রা হওয়ায় প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন।
আমের বা তাহশিলে সেবা নিতে বাংলাদেশিদের আগে ভাষাগত সমস্যায় পড়তে হতো। এ প্রতিষ্ঠান হওয়ায় দুবাই ও উত্তর আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীকে আর সমস্যায় পড়তে হবে না বলে আশা করছেন প্রবাসীরা।
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালকরা যথাক্রমে ইসমাইল গণি চৌধুরী, ইবরাহিম আফলাতুন সিআইপি, প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদেরসহ আরও অনেকে।
বাংলাদেশি কমিউনিটি নেতারা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসএসএইচ