দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মীদের স্বপ্নের যাত্রা শুরু
দীর্ঘ ২ বছর নিষেধাজ্ঞার পর দক্ষিণ কোরিয়াতে যাচ্ছেন ৬৬ জন বাংলাদেশি ইপিএস কর্মী। বুধবার (২২ ডিসেম্বর) রাতে কোরিয়ার উদ্দেশে রওনা দেবেন তারা।
জানা যায়, কোরিয়ান জিন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ১৮ জন নতুন ইপিএস কর্মী এবং ৪৮ জন কমিটি অ্যান্ট্রি কর্মী দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করবেন। তবে এর আগে চলতি মাসের ৮ ডিসেম্বর বাংলাদেশ থেকে ৪৫ জন জেনারেল ইপিএস কর্মী নিয়ে প্রথমে একটি ফ্লাইট পরিচালিত হয়েছিল। তাই আটকে পড়া রিঅ্যান্ট্রি কমিটেড কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইট এটি।
বোয়েসেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ কোরিয়াগামী ইপিএস কর্মীসহ সকল বাংলাদেশিরা যদি এভাবে আমাদের নির্দেশনা অনুযায়ী সব কাজ সম্পন্ন করে তাহলে নতুন বছরের আগামী দিনগুলো ইপিএস কর্মী ও বাংলাদেশিদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং প্রতি ফ্লাইটে আমাদের ইপিএস কর্মীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে।
দক্ষিণ কোরিয়াগামী বাংলাদেশ ইপিএস কর্মী ইয়াসির হামিদ কাউসার বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে এ পর্যন্ত আসতে পারলাম। বাকি পথ আল্লাহর জিম্মায়।
এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশী কমিউনিটি।
আইএসএইচ