বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাতারে আলোচনা সভা
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।
স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবদুল গাফফার।
সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে এবং সহ সভাপতি আনোয়ার হোসেন মামুন পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু, লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, কাতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, কাতার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, দোহা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, কাতার স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক, কাতার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রহিম পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে কাতারের বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে ও বাংলাদেশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের বড় অবদান রয়েছে, লেখনীর পাশাপাশি সাংবাদিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশও নেন। দেশের স্বাধীনতার জন্য অনেক সাংবাদিক জীবনও দিয়ে গেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। ১৯৭১ সালে আমার চাচা দেশের জন্য জীবন দিয়েছিলেন। সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব স্বাধীনতার সপক্ষে থাকা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ সম্মান রাখা।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের একটি সংগঠন। যে সংগঠন ২০১২ সালে কাতারের মাটিতে যাত্রা শুরু করেছিল।
ওএফ