শারজাহ স্টেডিয়ামে বিজয় উৎসব মাতালেন মমতাজ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় উৎসব নাচে-গানে মাতিয়েছেন জনপ্রিয় ফোক শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। তার গানের সঙ্গে নেচেছেন উপস্থিত হাজার হাজার দর্শকও।
দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা পরিচালনায় শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বিজয় উৎসব শুরু হয়।
বিজয় উৎসবের জন্য শুক্রবার (১৭ ডিসেম্বর) সব প্রস্তুতি চূড়ান্ত করে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ঢাকা পোস্টকে এ তথ্য জানান দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
উৎসবে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শারজাহ প্রদেশের সরকারি প্রতিনিধি, দুবাই শাসক পরিবারের সদস্য, আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস-কনস্যুলেটের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিক, স্থানীয় সাংবাদিকরা এবং প্রবাসী কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও সাকিব আল হাসান অংশ নিতে পারেননি। তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে সবাইকে সালাম ও অভিনন্দন জানান।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের আয়োজনে ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের পাশাপাশি জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসবে উপস্থিত ছিলেন— জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, প্রতিক হাসান, মৌসুমি হাসান।
এসএসএইচ