মানবপাচার : মালয়েশিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আইন পাস
মানবপাচারকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে মালয়েশিয়ার পার্লামেন্ট। এছাড়া চোরাচালান বিরোধী কাউন্সিল পুনর্গঠনসহ বেশ কিছু অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন বিলটি পেশ করার সময় বলেন, সরকার গুরুত্ব দিয়ে এসব অপরাধের শাস্তি বৃদ্ধি করেছে।
এছাড়া মানবপাচার ও চোরাচালান বিরোধী কাউন্সিলের সদস্যপদ তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করা হয়েছে।
তিনি জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৯১৫টি মানবপাচারের ঘটনা ঘটেছে। ৭৩৪ জন দোষী হিসেবে প্রমাণিত হয়েছে।
মানবপাচার বন্ধে মালয়েশিয়া সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে মিল রেখে একটি গাইড লাইন দিয়েছে। সম্প্রতি মানবসম্পদ মন্ত্রণালয় পাচারবিরোধী কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।
এইচকে