কাগতিয়া মাদরাসায় সুবর্ণজয়ন্তী উদযাপন
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মাদরাসা ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া দোয়া মাহফিলে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এইচ এম আবু বকর, মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবুল বশরসহ প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ফাতেহা শরীফ আদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এ মহান স্বাধীনতা। শহীদদের তাজা রক্তের মাধ্যমে অর্জিত এ স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক নির্বিশেষে সকল স্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে স্তব্ধ করার ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার মেধা, প্রজ্ঞা ও সাহসিকতা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া সে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
পরিশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর হায়াত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ওএফ