বিজয় দিবসে দুবাই মাতাবে ‘অপরাজেয় ৫০’
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মিতে ঘেরা এ বাণিজ্যিক রাজধানীতে প্রথম অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ও সুরের মূর্ছনায় উদযাপন হবে বাংলাদেশের ‘অপরাজেয় ৫০’।
ঢাকা পোস্টকে এ তথ্য জানান দুবাইয়ের ইলেক্ট্রিসিটি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির (ডিইডব্লিউএ) ট্রান্সমিশন প্ল্যানিং বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার পাভেল।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাড়ে ৬টা থেকে দুবাই জুমায়রা-৩ এর উমম উনসুকেম কাইট বিচে এ আয়োজন চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
এতে থাকবে বিশ্বের সবচেয়ে বড় এরিয়াল স্ক্রিনে বঙ্গবন্ধুর ভাষণ, ড্রোন লাইট শো, ফায়ার ওয়ার্ক ডিসপ্লে ও কনসার্ট।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির রাজকীয় প্রাইভেট অফিস বোর্ডের সভাপতি টমাস জালেস্কি।
কনসার্টে উপস্থিত থাকবেন— জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা, ঋতু রাজ, মাহাদি ফয়সাল ও জনপ্রিয় ব্যান্ডদল মাইলস।
আমিরাত প্রবাসীরা বিনামূল্যে এ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন৷ তবে রেজিস্ট্রেশন করতে হবে।
এসএসএইচ