খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে দ. আফ্রিকায় আলোচনা সভা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর দাবিতে এবং রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি দক্ষিণ আফ্রিকার (নর্থ) জার্মিস্টান শাখা।
রোববার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মো. আরিফ। এস এম কফিল উদ্দিনের সঞ্চালনায় হাফেজ ফরহাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা ও দোয়া মাহফিল শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার ওপর নির্যাতন-নিপীড়নের তীব্র সমালোচনার পাশাপাশি দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে লন্ডন থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উত্তর এবং দক্ষিণ আমেরিকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও আফ্রিকার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক মোমেন বলেন, নারী এবং ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের কোনো নেতা যেন দক্ষিণ আফ্রিকাতে ভবিষ্যতে আশ্রয় না নিতে পারে দল-মত-নির্বিশেষে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি দক্ষিণ আফ্রিকার (নর্থ) প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি দক্ষিণ আফ্রিকার (নর্থ) আহবায়ক জহিরুল আলম তরুণ, কাজল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলি বাবুল, যুগ্ম আহ্বায়ক এস এইচ মোহাম্মদ (মোশাররফ), মনির হোসেন খান, মামুন আহমেদ, মীর হোসেন, নাজমুল, নুর হোসেন, মো. হাবিব, ফয়সাল আহমেদ প্রমুখ।
এসএম