মালয়েশিয়া থেকে ফিরেছেন ২১ হাজারের বেশি বাংলাদেশি
মালয়েশিয়ার রিক্যালিব্রেশন (রিটার্ন) কর্মসূচির মাধ্যমে ২১ হাজার ৬৮ জনের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এ কর্মসূচির মাধ্যমে গত বছরের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট দেড় লাখ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাস বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।
রোববার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মালয়েশিয়ার পারিবারিক আকাঙ্ক্ষার ১০০ দিনের অনুষ্ঠানে তিনি একথা জানান।
অভিবাসন বিভাগ সূত্রে জনা গেছে, ইন্দোনেশিয়া ৭৭ হাজার ৬২৭ জন, বাংলাদেশ ২১ হাজার ৬৮ জন এবং ভারতের ১৯ হাজার ৮৭ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, এ কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় বসবাসরত যে কোনো অবৈধ বিদেশিকে বিনা বিচারে তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তারা শুধুমাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে তাদের দেশে ফিরে যেতে পারবে। অবৈধ বিদেশি যারা এখনও নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই পুনর্নির্মাণ প্রোগ্রামটি আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
মহাপরিচালক বলেন, আর যারা পুনঃনিয়োগ বৈধ হতে চান তাদের জন্য শ্রম পুনর্নির্মাণ কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। তবে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামটি পরের বছর শেষ হবে এবং শুধুমাত্র যারা অভিবাসন পোর্টালে নিবন্ধন করবে তাদের একটি অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস) বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলবে।
আইএসএইচ