মালয়েশিয়ার জহুর প্রদেশে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন
করোনা পরিস্থিতিতেও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের পাসপোর্ট বিতরণ অব্যাহত রেখেছে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ চলছে।
সম্প্রতি মালয়েশিয়ার জহুর প্রদেশে পোস্ট অফিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন হাইকমিশনের কর্মকর্তারা। তখন তারা বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
করোনার শুরুর দিকে মালয়েশিয়া সরকার চলাচল, জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে। তখন কলকারখানা, মার্কেট, দোকান, রেস্তোরাঁ, হোটেল, অফিস বন্ধ করতে হয়। সেসময় স্টেট, জেলা এবং এলাকা অতিক্রম করা নিষেধ ছিল।
এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি অনেকের পাসপোর্ট রিনিউয়ের (নবায়ন) প্রয়োজন পড়ে। হাইকমিশন তখন বিশেষ ব্যবস্থা নেয়। ডাকযোগে পাসপোর্টের আবেদন গ্রহণ শুরু করে। এবং একই মাধ্যমে পাসপোর্ট বিতরণ শুরু করে।
এখন প্রবাসীদের হাইকমিশনে আসতে হচ্ছে না। ডাকযোগে পৌঁছে যাচ্ছে তাদের পাসপোর্ট। শুরুতে সীমিত পরিসরে শুরু করলেও এখন আওতা বাড়ানো হয়েছে। হাইকমিশন এমনটি জানিয়েছে।
আরএইচ