মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশের আহম্মেদ মোত্তাকী
প্রতি বছর মালদ্বীপের শীর্ষ ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়। এবারও তালিকাটা প্রকাশ করেছে করপোরেট মালদ্বীপ। শীর্ষ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকায় এবার স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপ।
স্থানীয় সময় গত মঙ্গলবার (১৬ নভেম্বর) মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গোল্ড হান্ড্রেড গালা বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। এতে বিশেষ অতিথি ছিলেন, দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আমীর, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, দেশটির কর কমিশনার জেনারেল (মিরা) ফতুহুল্লা জামীল, চিফ অব স্টাফ ইউজেড আলী জহির, পিসিবি গোল্ড পার্টনার ভিডিওর মহাসচিব আহম্মেদ সিরাজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অরকা মিডিয়া গ্রুপের সিও আহমেদ নাসির।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রশংসা করেন। তিনি শীর্ষ ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এমএইচএস