মালদ্বীপে কারাবন্দি প্রবাসীদের জন্য বস্ত্র পাঠাল দূতাবাস
মালদ্বীপের রাজধানী মালে কারাগারে বন্দি থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বস্ত্র পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২ নভেম্বর) হাই-কমিশনের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে এ বস্ত্র হস্তান্তর করা হয়।
এ সময় হাই কমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কমিশনার অব প্রিজন, আহমেদ মোহাম্মদ ফুলহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা, রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসকেডি