দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত বাংলাদেশি আব্দুল মান্নান (৬০) ও ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মিজানুর রহমানের (৫৮) জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল দশটায় জোহানেসবার্গের লেনেসিয়ায় জানাজা সম্পন্ন হয়। বিকেলের ফ্লাইটে তাদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানাজা শেষে বলা হয়েছে।
গত ২৫ অক্টোবর (সোমবার) রাত দশটায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সুয়েটু এলাকায় আব্দুল মান্নানকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে হত্যা করে।
বাংলাদেশিরা জানান, আব্দুল মান্নান দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা কাছ থেকে তিন রাউন্ড গুলি করে পালিয় যায়। গুলিবিদ্ধ হয়ে আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নে।
গত ২০ অক্টোবর ব্রেইন স্ট্রোক করলে মিজানুর রহমানকে স্থানীয় হেলেন জোসেফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৫ অক্টোবর স্থানীয় সময় সকাল এগারোটায় মারা যান।
তার বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা দক্ষিণ আলিপুর গ্রামে। তিনি খালেক মিয়ার ছেলে।
এইচকে