সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ
সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে সভা ও মানববন্ধন হয়েছে কানাডায়।
শনিবার (২৩ অক্টোবর) টরেন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কানাডার অন্টারিও আওয়ামী লীগ এ প্রতিবাদে সভা ও মানববন্ধনের আয়োজন করে।
সভায় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সভায় বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা, সাবেক ছাত্র নেতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, নাট্যকর্মী আহমেদ হোসেন, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহম্মেদ, বিপ্লব চৌধুরী, দফতর সম্পাদক খালেদ শামীম, সমাজকল্যাণ সম্পাদক কান্তি মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, এস বি হামিদ, কাজল তালুকদার, সমির রায়, ক্যানবাংলা টিভির প্রধান নির্বাহী ড. হুমায়ুন কবির, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, শাহানা বেগম, রোকশানা খাতুন, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, নির্বাহী সদস্য ঝোটন তরফদার, তাজুল ইসলাম, সুকোমল রায়সহ অনেকে।
এইচকে