দ. আফ্রিকায় গুলি চালিয়ে ব্যবসায়ীর ৪ সন্তানকে অপহরণ
দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে স্কুলে যাওয়ার সময় চার শিশু-কিশোর সন্তানকে অপহরণ করা হয়েছে। এ সময় অপহরণকারীরা শিশু-কিশোরদের বহনকারী গাড়ি থামিয়ে গুলি চালিয়ে চরম আতংক সৃষ্টি করে।
অপহরণ হওয়া শিশু-কিশোররা হলো- জিদান (৬) জায়াদ (১১) আলান (১৩) এবং জিয়া (১৫)। তারা ব্যবসায়ী নাজিম ও শাকিরা দম্পতির ছেলে।
বুধবার (১৮ অক্টোবর) এ অপহরণের ঘটনা ঘটেছে। চব্বিশ ঘণ্টা চলে গেলেও তাদের এখনো কোনো সন্ধান পায়নি স্থানীয় প্রশাসন।
নাজিম-শাকিরার ব্যক্তিগত গাড়িচালকের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, তাজানিন বাইপাসে নামক এলাকায় স্কুলগামী ওই চার শিশু-কিশোরকে বহনকারী বিএমডব্লিউ গাড়িটির পথরোধ করে দুটি গাড়ি। গাড়ি দুটিতে সাত জন লোক ছিল। তারা সাদা কাপড় পরা ছিল। গাড়ি থেকে নেমে গুলি চালিয়ে তারা ওই চার শিশু-কিশোরকে তুলে নিয়ে যায়। তবে অপহণকারীরা চালকের কোনো ক্ষতি করেনি।
ভুক্তভোগী পরিবারের আইনজীবী ফিলিপ স্মিত স্থানীয় গণমাধ্যমে বলেছেন, মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হয়েছে বলে তারা ধারণা করছিলেন। তবে চব্বিশ ঘণ্টা চলে গেলেও কেউ মুক্তিপণ দাবি করেনি। ফলে শিশুদের বাবা-মা দুশ্চিন্তায় আছেন।
পুলিশের ধারণা অপহরণকারীরা গৌতেং এলাকায় গা ঢাকা দিয়েছে। ওয়েস্টেনবার্গ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট-কর্নেল মাইমেল পিলুসা বলেন, সড়কের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অপহরণকারীদের একটি গাড়ি শ্যাম্পেন রঙের কিয়া স্পোর্টেজ এবং অন্যটি কালো মার্সিডিজ-বেঞ্জ। গাড়িতে নাম্বার প্লেট ছিল না।
এইচকে