বিশ্ব শান্তি দিবসে মিশিগানে র্যালি ও সভা
পিস র্যালি, আলোচনাসভা ও উপহার প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি দিবস উদযাপন করেছে মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিস অ্যান্ড হ্যাপিনেস।
২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় সাগিনা সিটির ১৫৮১ এস ওয়াশিংটন স্ট্রিটের দ্য মন্টেগু ইন থেকে মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশি আমেরিকান স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ ড. দেবাশীষ মৃধা, মিসেস চিনু মৃধা ও এমআইআইপিএইচ-এর প্রধান পরিচালক জেমস ডীন-র নেতৃত্বে এই পিচ র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ড. দেবাশীষ মৃধা বলেন, বিশ্বের জন্য শান্তি খুব দরকার। শান্তি মানুষের অন্তরের বিষয় ৷ আমরা সকলে যদি শান্তির কথা চিন্তা করতে পারি, তাহলে বিশ্বে পর্যায়ক্রমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
র্যালিটি শহরের প্রায় দুই মাইল পথ প্রদক্ষিণ করে ১৯১৫ ফোর্ডনি স্ট্রিটের নতুন ওয়াইএমসি চত্বর হয়ে আবার মন্টেগু ইন এ গেয়ে শেষ হয়।
উল্লেখ্য, মৃধা ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান এমআইআইপিএইচ ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। অলাভজনক এই প্রতিষ্ঠানটির অফিস রাজ্যের সাগিনা সিটিতে।
ইনস্টিটিউট ২০২২ সালের শরৎকালে একটি বার্ষিক শান্তি ও সুখী সম্মেলনের আয়োজন করবে। নির্দিষ্ট তারিখ এবং স্থানের নাম আগামী বছরের শুরুতে ঘোষণা করা হবে। আগস্ট মাসে সংগঠনটি কিশোর-কিশোরীদের জন্য শান্তি বিষয়ক আন্তর্জাতিক অংকন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিল।
এইচকে