আমিরাতের নতুন অর্থমন্ত্রী শেখ মাকতুম
সংযুক্ত আরব আমিরাতের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির প্রধানমন্ত্রীর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রাশেদ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৭ বছর বয়সী যুবক শেখ মাকতুম দেশটির দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। অর্থমন্ত্রীর পাশাপাশি তাকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে টানা ৫০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হামদান বিন রাশেদ।
১৯৭১ সালে ফেডারেশন ঘোষণার পর প্রথম সরকার থেকে মৃত্যু পর্যন্ত ৫০ বছর টানা সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হামদান। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক। তার মৃত্যুর প্রায় ছয় মাস পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।
এইচকে