মালয়েশিয়ার পেরাকে প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি
'এসো এক হই, অধিকারের কথা কই' স্লোগানে মালয়েশিয়ার পেরাকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আগামী এক বছরের জন্য পেরাক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সোলাইমান হোসেনকে সভাপতি, মো. আরিফুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক ও মো. মঈনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নবনির্বাচিত সব সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে আরও সুদৃঢ়, সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।
জেডএস