ফ্র্যাঞ্চাইজি শিল্পে উল্লেখযোগ্য অর্জন মালয়েশিয়ার
বাণিজ্যের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা শরিমহটন ম্যাট সালেহর উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা বারনামা অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য প্রবৃদ্ধি ২০২১ সালের প্রথমার্ধে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.১ ট্রিলিয়ন রিঙ্গিত হয়েছে; যা বাণিজ্য, রফতানি এবং আমদানির ক্ষেত্রে অর্ধ-বছরের সর্বোচ্চ অর্জন। একই সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত বছরে ৮৭.৭ শতাংশ বেড়ে ১১৫.০৪ বিলিয়ন হয়েছে।
ম্যাট্রেড বলছে, খুচরা, খাদ্য এবং পরিষেবা শিল্পে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে মালয়েশিয়ার ৬৫টি বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড ৬৬টি দেশে রয়েছে।
এদিকে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ১৮ তম চীন-আসিয়ান (এক্সপো) ২০২১ এ মালয়েশিয়ার তৈরি পণ্য ও পরিষেবার প্রচার করবে কোম্পানিগুলো। এতে ৫৮টি কোম্পানি অংশগ্রহণ করবে বলে সমন্বয়কারী প্রতিষ্ঠান মালয়েশিয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড) জানিয়েছে।
এইচকে