তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে তৎপর ত্রিপোলির দূতাবাস
সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ার নৌবাহিনী কর্তৃক উদ্ধার করা বাংলাদেশিদের প্রাথমিক সহায়তা নিশ্চিতে কাজ করছে লিবিয়ায় ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টে সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়াও লিবিয়া ও তিউনিসিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের আইওএমের সহযোগিতায় প্রত্যাবাসনে দূতাবাস কাজ করছে। এ প্রক্রিয়ায় ইতোমধ্যে কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
কিন্তু দীর্ঘ দিন ধরে লিবিয়া ও তিউনিসিয়ার স্থল, সীমান্ত ও আকাশ পথে যোগাযোগ বন্ধ থাকায় দেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশিদের প্রত্যাবাসনে বিলম্ব হচ্ছে।
তবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার (২৮ আগস্ট) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে একটি দল স্থল পথে তিউনিসিয়ায় পৌঁছান।
দেশটির জারজিস ও তাতাউইন শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ নেন। এ সময় তাদেরকে দূতাবাসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়েছে।
সফরের সময় তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদফতর, রেড ক্রিসেন্টে সোসাইটি ও আইওএমসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিউনিসিয়ার বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ।
ওএফ