আমিরাতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন
বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমিরাতে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৩০ আগস্ট) স্থানীয় ফ্লামিংগো রিসোর্ট হোটেল বল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সভাপতি শ্রী অনুকূল রাম বাবু।
উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন মাহফুজুর রহমান সাইফ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা শাহ মকসুদ, সহ-সভাপতি জি এম জায়গিরদার, সহসভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কায়ছার, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম বেপারী, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ, উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হিংসা ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সহসভাপতি মজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, দফতর সম্পাদক সাইব আলী, বাবুল দাস, যুবলীগ নেতা শামিম উদ্দিন, মোরাদ আহমদ প্রমুখ।
এসকেডি