পাসপোর্ট নিয়ে ক্ষোভ মালয়েশিয়া প্রবাসীদের
পাসপোর্ট নিয়ে ক্ষোভ বিরাজ করছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়া থেকে যারা আবেদন করছেন, পাসপোর্ট পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে গ্রেফতার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা, অন্যদিকে জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা।
কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, সময়মতো পাসপোর্টের আবেদন করেও তারা পাচ্ছেন না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ পাসপোর্টের কারণে বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে।
৭ আগস্ট মালয়েশিয়ার বাংলাদেশে হাইকমিশনের দূতাবাস প্রধান রুহুল আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের জানানো যাচ্ছে যে, দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন কোভিড-১৯ মহামারির মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মহামারির সময়ে হাইকমিশন প্রবাসীদের সুবিধার্থে ৩৬টি পোস্ট অফিসের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে পাসপোর্ট বিতরণ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত নভেম্বর থেকে জুলাই পর্যন্ত সময়ে হাইকমিশন সর্বমোট এক লাখ ৯৬ হাজার ৯৩২টি পাসপোর্ট বিতরণ করেছে। এছাড়া সম্প্রতি পোস লাজুর মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দৈনিক অ্যাপয়েন্টমেন্ট বাড়ানো হয়েছে। ২৮ জুলাই পর্যন্ত প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের বিপরীতে সব পাসপোর্ট নির্ধারিত পোস্ট অফিসে পাঠানো হয়েছে। আবেদনকারীদের স্ব স্ব পোস্ট অফিস থেকে দ্রুত পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হচ্ছে।
তবে এ পর্যন্ত কতটি পাসপোর্ট আবেদন জমা পড়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা না হলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সার্ভারের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় এ মুহূর্তে প্রচুর সংখ্যক পাসপোর্ট আবেদন পাইপলাইনে রয়েছে। হাইকমিশনের আওতা বহির্ভূত এ সাময়িক জটিলতার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই কারিগরি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা শিগগিরই সমাধান হবে বলে আশা করছে হাইকমিশন।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মোস্তাফা ফিরোজ বলেন, সময়মতো পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সব পদ্ধতি সহজ করা গেলে ভালো সেবা দিয়ে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব। বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবাসীদের দ্রুত পাসপোর্ট দিতে প্রয়োজনীয় সব পদ্ধতি অনুসরণ ও অবলম্বন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশনে অনুরোধ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়া প্রবাসী বলেন, পাসপোর্ট নিয়ে কেন এত সংকট? দেশ যখন ডিজিটাল হচ্ছে তখন পাসপোর্ট অধিদফতরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভারের ধারণ ক্ষমতা কী করে শেষ হয়ে যায়? আর এই কারণে প্রবাসীদের কেন সমস্যায় পড়তে হয়?
আরএইচ