মালয়েশিয়া প্রবাসীদের সংকট নিরসনে তিন দাবি
মহামারি করোনার কারণে গত বছরের মার্চ থেকে মালয়েশিয়ায় জারি রয়েছে বিধিনিষেধ। কখনও শিথিল কখনও কঠোরভাবে টানা এক বছরের বিধিনিষেধে প্রবাসী বাংলাদেশি প্রবাসীরা অসহায় অবস্থায় দিনযাপন করছেন।
করোনা ও লকডাউনের কারণে কাজ না থাকায় সবচেয়ে বেশি শোচনীয় অবস্থায় পড়েছেন অবৈধ প্রবাসীরা। মালয়েশিয়ার সরকার এসব প্রবাসীদের দেশে ফেরার পথ সহজ করে দিয়েছে। কোনো প্রকার ইমিগ্রেশন ঝামেলা ছাড়া শুধুমাত্র বিমানবন্দরে মালয়েশিয়ান ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে তারা দেশে ফিরতে পারছেন।
তবে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দিয়েছে, যার খরচ বহন করা এসব প্রবাসীদের পক্ষে সম্ভব নয়। ফলে দেশে ফিরতে পারছেন না তারা।
এ ছাড়া পাসপোর্ট নবায়নে মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাচ্ছেন না অনেকে। কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ায় সর্বক্ষণ আটক হওয়ার আতংকে সময় কাটাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন জানান, “করোনা ও লকডাউনের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি খাদ্য সংকটে পড়েছেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এসব প্রবাসীর পাশে থাকার চেষ্টা করছে।
ইতোমধ্যে কয়েক দফা খাদ্য সহায়তা দিয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মো. মাহির ফয়সালের আর্থিক সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার সহসভাপতি মো. আমির হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. রায়হান, সহ-শ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক মো. আজম শরিফুল।
খাদ্য সংকটে থাকা মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক শরিফ আহমেদ বলেন, প্রবাসীদের এই দুর্দিনে তাদের পাশে থাকবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা।
এদিকে, বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে মালয়েশিয়ায় সংকটাপন্ন প্রবাসীদের সংকট নিরসনে সরকারের নিকট তিন দফা দাবি পেশ করেছে। অধিকার পরিষদের সভাপতি জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো- লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা পাঠানো, হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম করা ও দালালদের দৌরাত্ম বন্ধ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করা।
এইচকে