করোনায় মারা গেলেন মালয়েশিয়া জহুর কমিউনিটির প্রিয় মুুখ রুহুল আমিন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়েশিয়া জহুর কমিউনিটির প্রিয় মুখ বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন।
রোববার (২৫ জুলাই) কুমিল্লার বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার কবিরাজ বাড়ির পারিবারিক কবরস্থানে বেলা ১১টায় তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রুহুল আমিন ছিলেন মালয়েশিয়া জহুর কমিউনিটির সিনিয়র সদস্য। জীবদ্দশায় তিনি সবসময় অসহায় মানুষের জন্য ছিলেন নিবেদিত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়েশিয়া বাংলাদেশ জহুর কমিউনিটিতে। তার আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
ওই এলাকার মো. ফজলুল হকের বড় ছেলে রুহুল আমিন ১৯৯৪ সালে মালয়েশিয়া আসেন। প্রবাসে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। পরে ২০০৪ সালে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। সততা আর কর্মনিষ্ঠার মাধ্যমে অল্পদিনেই সবার কাছে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি। রুহুল আমিনের ২ ছেলে ও ১ মেয়ে।
তার মৃত্যুতে জহুর কমিউনিটির সভাপতি মো. আহমদ আলী, সাধারণ সম্পাদক এম জে আলম, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ, সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবিরসহ বিভিন্ন ক্লাবের নেতারা আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া কমিউনিটির নেতারা শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেডএস