সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির বৈশাখী মেলা

অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বা ইউনাইটিং চার্চে বাংলা নববর্ষ বরণে বৈশাখী মেলার আয়োজন করে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি।
শনিবার (১২ এপ্রিল) এ অনুষ্ঠান সিডনির বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতিতে পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন রাজেশ সাহা এবং কর্ণধার মৌসুমী সাহা। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. রতন কুন্ডু এবং সঞ্চালনা করেন শুভ্রা সাহা, ঝুটন আচার্য ও রতন কুন্ডু।
দুপুর ১টা ৩০ মিনিটে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শোভাযাত্রাটি ল্যাকেম্বার বিভিন্ন স্ট্রিট প্রদক্ষিণ করে ইউনাইটিং চার্চে এসে শেষ হয়।
আরও পড়ুন
অংশগ্রহণকারীরা বর্ষবরণ ও দেশের গান গেয়ে র্যালি করেন। সমবেত সংগীতের মধ্যে ‘এসো হে বৈশাখ’, ‘ধনধান্য পুষ্প ভরা’ এবং ‘মাঝি নাও ছাইরা দে’ পরিবেশন করে নৃত্যাঞ্জলি, আবাহনী ও অন্যান্য সংগঠনের শিল্পীরা।
একক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ‘পহেলা সবার থাক, আসে পহেলা বৈশাখ’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা, মৌসুমী সানা, সুপ্তা ভৌমিক ও অন্য শিল্পীরা। এ ছাড়া ‘অচেনা বৈশাখ’ গানের সঙ্গে নাচ করেন তৃষা সরকার, আরাধ্যা দেব ও রিয়ানা সানা।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ড. সিরাজুল হক, মো. আব্দুল মতিন, কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, বিলকিস জাহান ও নোমান শামীম।
অনুষ্ঠানে পিঠা, পুলি, মিষ্টান্ন এবং ইলিশ ভাজা-পান্তা ইলিশসহ বিভিন্ন দেশীয় খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টায় দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়।
এসএসএইচ