কূটনীতিকদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় প্রিটোরিয়ার কান্ট্রি ক্লাবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী। এস ডাভলিউ টি ট্রাবলসের কর্ণধার শফি উল্লা সামির সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া ও ওশানিয়া বিভাগের চিফ ডিরেক্টর থান্ডিওয়ে ফাদানে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থসামাজিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন হাইকমিশনার শাহ আহমেদ শফী। প্রধান অতিথির বক্তব্যে ফাদানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে তা বাড়ানো আহ্বান জানান।
আরও পড়ুন
অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, ফিলিস্তিন, কোরিয়া, চীন, কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন দেশের মিশন প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী ও এস ডাভলিউ টি ট্রাবলসের কর্ণধার শফি উল্লা সামি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মকসুদ মাওলা, মোমিন হক মনিম, আক্তারুজ্জামান, ড. কাজী জাকির হোসেন, আলী আকবর, জহিরুল আলম তরুন প্রমুখ।
এসএসএইচ