কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব

কাতারে আগামী জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব-২০২৫। কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।
দোহায় বাংলাদেশ দূতাবাস ও সুক ওয়াকিফ কাতার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সুক ওয়াকিফ প্রাঙ্গণে এর আয়োজন করা হবে। জুন বা জুলাইয়ে সুবিধাজনক সময়ে ৭ দিনব্যাপী এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে দোহা বাংলাদেশ দূতাবাসের।
মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম ছাড়াও সব আমজাত পণ্য আচার, জুস, আইসক্রিম এবং অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হবে।
উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সব ব্যবসায়ীকে জরুরি ভিত্তিতে দোহা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন।
যোগাযোগ- আব্দুল্লাহ্ আল রাজী প্রথম সচিব দোহা বাংলাদেশ দূতাবাস +974-55175219। প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন +974-33540281।
জেডএস