স্পেনের আলিকান্তে শহরে প্রবাসীদের ঈদ উৎসব

স্পেনের আলিকান্তে শহরে প্রবাসীদের উদ্যোগে ঈদ উৎসবের আয়োজন করা হয়। রোববার (৩১ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
বিজ্ঞাপন
ঈদ উৎসবে আড্ডা, শিশু কিশোর ও পুরুষ-নারীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দেশীয় নানা খাবারের আয়োজন ছিল।
লিপু চৌধুরী ও হামিদা খাতুনের পরিচালনায় ঈদ আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব মহসিন রেজা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সোয়েব প্রমুখ।
বিজ্ঞাপন
ঈদ উৎসব আয়োজনে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- শোয়েব, নাসির, রুবেল, ইব্রাহীম, যুব, মিল্লাত, শহীদ, আসলাম, নীলা, মাসুদ, সোহেল, রাসেল, সারওয়ার, লিঙ্কন, রাজু, ফাহিম, নাহিদ, সানিয়া, মাসুমা, মঞ্জু, স্বর্ণা, বাবর, রিমা, নাসির প্রমুখ।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ তার বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরও ভূমিকা রাখার অনুরোধ জানান।
এমএন